গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন আলিয়া ভাট

গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন আলিয়া ভাট
বিভিন্নরকম সচেতনতামূলক বার্তা সমাজে ছড়িয়ে দেওয়া হোক বা ভালো কোনও বিষয়ে প্রচার, বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নাম এক্ষেত্রে থাকে প্রথম তালিকায়। 

অভিনয়ের পাশাপাশি একজন সফল উদ্যোগপতি ও বিনিয়োগকারী আলিয়া। এড-এ-মাম্মা বলে নিজের একটি জামাকাপড়ের ব্র্যান্ড রয়েছে তার। যার পথচলা শুরু হয় ২০২০ সালে। এমনকি তিনি গুচির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবার ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি।
ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুরের পর ব্র্যান্ডের মুখ হিসেবে বেছে নেওয়া হল আলিয়াকে। ব্র্যান্ডের পক্ষ থেকে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি জানানো হয়। পোস্টে ল’রিয়ালের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আলিয়াকে স্বাগত জানানো হয়। 
 

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

বিনোদন

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.